শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
শেরপুর ছাত্রলীগের নবগঠিত কমিটি স্থগিত

মুখোমুখি আ.লীগের দুই গ্রুপ

শেরপুর প্রতিনিধি

শেরপুর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি স্থগিত নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। গতকাল দুপুরে শহরের নিউ মার্কেটে হোটেল আলিশানের অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের ব্যানারে প্রথম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর আসনের এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিউর রহমান আতিক।

লিখিত বক্তব্যে হুইপ জানান, ২৮ জানুয়ারি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি শোয়েব হাসান শাকিলকে সভাপতি ও মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটির অনুমোদন দেয়। এ কমিটি অনুমোদন দেওয়ার পর পরই বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাতকারী একটি মহল বর্তমান সরকার, আওয়ামী লীগ তথা শেরপুরকে অস্থিতিশীল করতে হরতাল আহ্বান করে। শেষ পর্যন্ত হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়। হুইপ আতিকের দাবি যারা ওই হরতাল আহ্বান করেছিল তারা বিএনপি-জায়ামাতের দোসর। এখন ওই কুচক্রী মহল নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনকে জামায়াত-বিএনপির সঙ্গে জড়ানোর পাঁয়তারা করছে। দ্রুত সময়ের মধ্যে নবগঠিত এ কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার দাবি জানানো হয়। এ সময় তার সঙ্গে সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নেতা ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে বিকাল ৪টায় অপর গ্রুপ শহরের খরমপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। বক্তব্যে অভিযোগ করা হয় হুইপ আতিউর রহমান আতিক পরীক্ষিতদের বাদ দিয়ে শেরপুরে আওয়ামী লীগ ধ্বংসের রাজনীতি শুরু করেছেন। সম্প্রতি হুইপ কারও সঙ্গে আলোচনা না করে কেন্দ্রকে ভুল বুঝিয়ে জেলা ছাত্রলীগের একটি কমিটি করে এনেছেন। এ কমিটির সাধারণ সম্পাদক নারী কেলেঙ্কারির হোতা, জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুৎসা রটনাকারী বিএনপি-জামায়াতের এজেন্ট। কমিটির সভাপতি শোয়েব হাসান শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয় শাকিল অনেক আগেই পড়াশুনা চুকিয়ে দিয়ে ‘সে’ এখন অছাত্র।

সর্বশেষ খবর