শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

৮ ফেব্রুয়ারি বিশৃঙ্খলা হলে মোকাবিলা করবে ছাত্রলীগ : সোহাগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায় ঘোষণা করা হবে। রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রলীগ তা মোকাবিলা করবে। খালেদা জিয়া-তারেক রহমান বিদেশে টাকা পাচার করেছেন। এতিমের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। তিনি গতকাল স্থানীয় লোকনাথ উদ্যানে জেলা ছাত্রলীগের সম্মেলন উদ্বোধনকালে একথা বলেন।  জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সাইফুর সোহাগ আরও বলেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীর এদেশে রাজনীতি করার অধিকার নেই। জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন।

সর্বশেষ খবর