রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক শিমুল হত্যার বিচার নিয়ে সংশয়

সাক্ষীদের নামে মামলা

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আবদুুল হাকিম শিমুল হত্যা ঘটনার সুষ্ঠুু বিচার নিয়ে স্বজন-সাংবাদিক-রাজনৈতিক মহল থেকে সংশয় প্রকাশ করা হয়েছে। তাদের অভিযোগ, সাক্ষীরা যাতে সঠিক সাক্ষ্য দিতে না পারেন- সেজন্য প্রধান আসামি মেয়র মিরুর স্ত্রী সাক্ষীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করছেন। সাংবাদিক শিমুলের মামাতো ভাই আজাদ মণ্ডল বলেন, ঊর্ধ্বতন একটি মহলের চাপে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হচ্ছে না। উল্টো হত্যার প্রায় আড়াই মাস পর হত্যাকারী মেয়র মিরুর স্ত্রী পাঁচজন প্রত্যক্ষদর্শীর নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে সাক্ষীরা জেলহাজতে রয়েছেন। সাংবাদিক শিমুলের মামা আবদুুল মজিদ মণ্ডল ও লতিফ মণ্ডল বলেন, প্রকাশ্য দিবালোকে গুলি করে ভাগ্নে শিমুলকে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজও রয়েছে। তারপরও মামলার অগ্রগতি হচ্ছে না। যুবলীগ নেতা আশিকুল হক দিনার জানান, শাহজাদপুরবাসী শিমুল হত্যা মামলাটি দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু এখনো তা পূরণ হয়নি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান বলেন, মামলাটি নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিমল কুমার বলেন, সাক্ষীদের হয়রানি করতেই মিরুর স্ত্রী মামলা করেছেন। প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুজ্জামান বলেন, আমাদের দাবি একটাই— সাংবাদিক শিমুল হত্যার সুষ্ঠু বিচার। জেলা আওয়ামী লীগের সভাপতি-জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, সাংবাদিক শিমুল হত্যার সুষ্ঠু বিচার না হলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে গতকাল নানা আয়োজনে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সর্বশেষ খবর