রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘অবৈধ অস্ত্র উদ্ধার না হলে আন্দোলন’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নেতারা। তারা বলেন, ‘দীর্ঘদিনেও পাহাড় সন্ত্রাসমুক্ত ও অবৈধ অস্ত্রমুক্ত হয়নি। প্রায় প্রতিদিন ঘটছে হামলা, খুন, গুম, চাঁদাবাজি, ধর্ষণ। একটারও বিচার হয় না। অবৈধ অস্ত্রের ভয়ে জিম্মি পাহাড়ের মানুষ। তারা যে কোনো মূল্যে পাহাড়কে অবৈধ অস্ত্রমুক্ত দেখতে চান’। রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলনকক্ষে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সম্মেলনে গতকাল নেতারা এ কথা বলেন। সংগঠনের রাঙামাটির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তৃতা করেন, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, বেগম নুর জাহান, সাদেকুর রহমান প্রমুখ। পরে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ রাঙামাটির ৬১ সদস্যের কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর