রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

বরগুনা প্রতিনিধি

তালতলী ছাত্রলীগের সাবেক নেতা মাহমুদুল হাসান পিন্টুকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ায় হাইকোর্টের নির্দেশে উপজেলা চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারামারি মামলা হয়েছে। হাই কোর্টের নির্দেশে তালতলী থানায় শুক্রবার সন্ধ্যায় মামলাটি করা হয়। এজাহারভুক্ত আসামি আলাল ও বেল্লালকে গ্রেফতার করেছে পুলিশ। মূল আসামি উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, চেয়ারম্যানের ভাই ছোট বগি ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনুসহ বাকিরা পলাতক। তালতলী থানার ওসি পুলক চন্দ্র বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে আমরা মামলা নিয়েছি এবং মামলার পরপরই দুই আসামিকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে’। জানা যায়, গত ডিসেম্বরে তালতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ শুরু করেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু। এতে বাধা দেন মাহমুদুল হাসান পিন্টু। এর জেরে ২৫ ডিসেম্বর মিন্টু তার ভাই তারেক ও তনুসহ দলবল নিয়ে পিন্টুকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেন। এ ঘটনায় থানায় মামলা না নেওয়ায় মাহমুদুল হাসান হাই কোর্টে রিট করেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, আমি এ ঘটনায় জড়িত নই। আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে’।

সর্বশেষ খবর