বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ডাহুক নদী খননে ‘বাধ্য’ হলেন পাথর ব্যবসায়ীরা

পত্রপত্রিকায় নদীর প্রবাহ রুদ্ধ করার খবর

পঞ্চগড় প্রতিনিধি

ডাহুক নদী খননে ‘বাধ্য’ হলেন পাথর ব্যবসায়ীরা

অবশেষে নিজেদের উদ্যোগে ডাহুক নদী খনন করতে বাধ্য হয়েছেন পাথর ব্যবসায়ীরা। প্রশাসন, গণমাধ্যম এবং সামাজিক চাপে তারা এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এর আগে তারাই নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন করছিলেন। জানা যায়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বালাবাড়ি এলাকায় ডাহুক নদীর গতি প্রবাহকে রুদ্ধ করে পাথর উত্তোলন করছিলেন প্রভাবশালী কিছু ব্যবসায়ী। বেপরোয়া পাথর উত্তোলনের ফলে ওই অঞ্চলের অন্যতম প্রধান নদী ডাহুক প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। পাথরের খাদের বালি-মাটিতে নদীর আধ কিলোমিটার ভরাট হয়ে পরিণত হয় ঢিবিতে। নদী হত্যার অপরাধে গত ৩১ জানুয়ারি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানিউল ফেরদৌস মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে তিনি আট ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দেন। এর পর ব্যবসায়ীদের নাম-পরিচয় দিয়ে নিউজ ২৪, দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন অনলাইন সংস্করণসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হলে তোলপাড় সৃষ্টি হয় পঞ্চগড়ে। রাজনৈতিক ও সামাজিকভাবে জড়িতদের উপড় চাপ বাড়তে থাকে। একপর্যায়ে অভিযুক্ত ব্যবসায়ীরা নদীটি খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দিতে রাজি হন এবং ৩ ফেব্রুয়ারি খননের উদ্যোগ নেন। নদী খননের জন্য তারা এক্সেলেটর যন্ত্র ব্যবহার করছেন। ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বলেন, ‘প্রশাসন, মিডিয়া, রাজনৈতিক ও সামাজিক নেতাদের চাপে পাথর ব্যবসায়ীরা নদী খনন করে দিচ্ছেন’। যুবলীগ নেতা শহীদুল ইসলাম বলেন, ‘ খননের ফলে ডাহুক আগের চেয়ে আরও প্রবহমান হবে’। ইউএনও সানিউল ফেরদৌস বলেন, ‘এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নদীর মৃত্যু আমরা দেখতে চাই না। নদী তার আপন গতিতে চলুক’।

সর্বশেষ খবর