বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

অসহায়ের ভরসার স্থল এসআর সমাজকল্যাণ

রাহাত খান, বরিশাল

জনকল্যাণে নীরবে কাজ করছে ‘এসআর সমাজকল্যাণ সংস্থা’। এক বছরেই বরিশাল মহানগরী, সদর উপজেলা ও বাবুগঞ্জের একাংশে অসহায়-দরিদ্রের ভরসার স্থল হয়ে উঠেছে সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানটি। সংস্থাটি চার হাজার অসহায় নারীকে হাঁস, মুরগি ও কবুতর পালনের মাধ্যমে স্বাবলম্বী করতে নগদ অর্থ প্রদান করেছে। এ কর্মসূচি অব্যাহত রয়েছে। ৪০ জন দরিদ্র কর্মক্ষম ব্যক্তিকে দিয়েছে সুদমুক্ত ঋণ। সম্প্রতি সিটি করপোরেশন ও সদরের ১০ ইউনিয়নে শীতার্তদের মধ্যে সাড়ে ২২ হাজার কম্বল বিতরণ করেছে। উপজেলার ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী এসএসসি, দাখিল এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণে অর্থ সহায়তা দিয়েছে সংস্থাটি। বাটনা গ্রামে এক একর জমিতে তৈরি করা হয়েছে কবরস্থান। ৬৫টি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের দুই মাসের খাদ্য সহায়তা হিসেবে দেওয়া হয়েছে ৩৬ টন চাল। ভবিষ্যত প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে স্বাধীনতা, বিজয় ও শহীদ দিবস এবং জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অর্থ সহায়তা দিচ্ছে ‘এসআর সমাজকল্যাণ’। তাছাড়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আর্থিক সহায়তা কর্মসূচি চলমান আছে। জানা যায়, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের তরুণ ব্যবসায়ী সালাহউদ্দিন রিপন গত বছর নিজ নামে প্রতিষ্ঠা করেন এসআর সমাজকল্যাণ সংস্থা। প্রতিষ্ঠার পর থেকে দরিদ্র, অসহায়, অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এসআর সমাজকল্যাণ’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, অসহায়-দুস্থদের সহায়তার জন্যই সংস্থাটির জন্ম। কার্যক্রম দ্রুত ছড়িয়ে পড়ায় অল্প দিনে এটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। সালাহউদ্দিন রিপন বলেন, ‘মুসলমানদের জন্য আল্লাহর হক ইবাদত এবং বান্দার হক সমাজসেবা। আমাদের সম্পদে অসহায় ও সুবিধাবঞ্চিতদের অংশ রয়েছে। জনকল্যাণে ব্যয় করলে আল্লাহ বরকত দেন। ব্যবসায়ে সচ্ছলতা আসার পর থেকে সাধ্যমত সহায়তা করছি।’

সর্বশেষ খবর