বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মাকে দাহ করে পরীক্ষার হলে

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

মায়ের লাশ দাহ করে পরীক্ষায় বসলেন সুভ্রত নামে এক শিক্ষার্থী। গতকাল এসএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষায় পাথরঘাটা কেএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটে এ ঘটনা। সুভ্রত পাথরঘাটা পৌরসভার দিলীপ মিস্ত্রির ছেলে। তিনি সাদা বসন (ধূতি) পরে হলে প্রবেশ করামাত্র সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। জানা যায়, সুভ্রতর মা রেখা রাণী মঙ্গলবার হঠাৎ মারা যান। দিলীপ-রেখা দম্পতির একমাত্র ছেলে সুভ্রত। নিয়মানুযায়ী মায়ের মুখে আগুন দেওয়ার দায়িত্ব ছিল তার। সরেজমিনে দেখা যায়, মাকে দাহ করে পরীক্ষা শুরুর আধঘণ্টা আগেই কেন্দ্রে পৌছান সুভ্রত। এ সময় সবাই তাকে সান্ত্বনা জানান। সান্ত্বনা দিতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরও। সুভ্রতর স্কুল তাসলিমা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক আবুল বাশার বলেন, ‘সুভ্রত মেধাবী ছাত্র। জিপিএ-৫ পাওয়ার কথা। মায়ের মৃত্যু পরীক্ষা ও ফলে প্রভাব ফেলতে পারে। হল সুপার নুরুল আলম বলেন, পরীক্ষা চলাকালে বারবার কান্নায় ভেঙে পড়েছে সুভ্রত।

সর্বশেষ খবর