বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চার প্রকৌশলীকে শোকজ ও তিরস্কার বিদ্যুৎ আদালতের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা গ্যারেজে খুঁটি স্থাপন করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির ঘটনায় চার প্রকৌশলীকে শোকজ এবং তিরস্কার করেছে কুমিল্লার বিদ্যুৎ আদালত। বুধবার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোজাহিদুর রহমানের আদালতে ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শওকত আলী, সহকারী প্রকৌশলী হেবজুল বারী, উপ-সহকারী রাসেল সরকার, উপ-সহকারী নাসির উদ্দিন তাদের আওতাধীন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য কারণ দর্শাতে আদালতে হাজির হলে আদালত তাদের তিরস্কার করে। বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান জানান, এ বছরের জানুয়ারি মাসে ভ্রাম্যমাণ আদালতের চারটি অভিযানে ২৮টি মামলা হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকা জরিমানা এবং ৩০ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল আদায় হয়েছে।

সর্বশেষ খবর