শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শ্রমিকের বদলে খননযন্ত্র!

ফরিদপুর প্রতিনিধি

চরভদ্রাসন সদর ইউনিয়নে কাজের বিনিময়ে টাকা কর্মসূচির কাজ শ্রমিক দিয়ে করার কথা থাকলেও ভেকু ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।  জানা যায়, চলতি অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার কর্মসূচির আওতায় চরভদ্রাসন সদর ইউনিয়ন পরিষদকে চার লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ অনুযায়ী ইউনিয়নের মাথা ভাঙ্গা গ্রামের শেষ সীমানা থেকে সুরেশ কর্মকারের বাড়ি পর্যন্ত ৫০০ মিটার সংস্কার কাজটি শ্রমিক দিয়ে বাস্তবায়ন করার কথা। কিন্তু কাজ করানো হচ্ছে ভেকু দিয়ে। সরেজমিনে দেখা যায়, শাহীন নামে এক ব্যক্তি ভেকু দিয়ে কাজ করছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বোস বলেন, ‘শ্রমিকের বদলে ভেকু দিয়ে মাটি কাটার সুযোগ নেই। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব’।

সর্বশেষ খবর