রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শিক্ষার্থীদের সহযোগিতায় সেতু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শিক্ষার্থীদের সহযোগিতায় সেতু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার্থীদের সহযোগিতায় তৈরি কাঠে সেতু —বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলাবাদ গ্রামে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় প্রায় লক্ষাধিক মানুষের জন্য নির্মাণ করা হয়েছে একটি কাঠের ব্রিজ। দৈর্ঘ্য ২০০ ফুট এবং সাড়ে তিন ফুট প্রশস্ত  ব্রিজটি ইউনিয়নের রসুল্লাবাদ ইউএ খান উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ও এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছে। উপজেলার ২টি ইউনিয়নের ১২টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষের শিক্ষা, চিকিৎসা, কৃষিসহ যাতায়াতের ক্ষেত্রে যে দুর্ভোগ ছিল কাঠের ব্রিজ নির্মাণ হওয়ায় তা অনেকটা লাঘব হবে। স্থানীয়রা জানান, কয়েক যুগ ধরে তিতাস নদীর ওপর দিয়ে পারাপার হতে বর্ষা ও শুষ্ক মৌসুমে নৌকা ছিল এলাকাবাসীর অবলম্বন। এখন কাঠের ব্রিজ হওয়ায় কিছুটা স্বস্তি হয়েছে তাদের মনে। 

 

সর্বশেষ খবর