মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেরপুর সদরে সাবরেজিস্ট্রার নেই

শেরপুর প্রতিনিধি

১  জানুয়ারি শেরপুর সদর উপজেলার সাবরেজিস্ট্রার তাপস কুমার পাল বদলি হয়েছেন। এর পরে থেকে প্রায় দেড়  মাস  ধরে এখানে সাবরেজিস্ট্রার নেই। অন্য উপজেলা থেকে একজন কর্মকর্তা দিয়ে সপ্তাহের ৪/৫ কর্ম দিবস অফিস খোলে বিশেষ কিছু কাজ সারা হয়। সাবরেজিস্ট্রার না থাকায় দলিল সম্পাদন করতে না পেরে দুর্ভোগের শিকার হচ্ছেন অনেকে। দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার, নকল নবিশসহ আট শতাধিক লোক বেকার হয়ে পড়েছেন। সব সময়  জমজমাট এ অফিসটি এখন প্রায় জনশূন্য। গত বুধবার দলিল করতে আসা সমেস আলী জানান, ছয় দিন ঘুরেও দলিল করতে পারিনি। প্রবীণ দলিল লেখক আব্দুল হাই সরকার জানিয়েছেন, দীর্ঘদিন অফিসার না থাকায় অফিস অচল হয়ে পড়েছে। দলিল লেখক সমিতির সভাপতি মতিউর রহমান মতিন বলেন, সাবরেজিস্ট্রার না থাকায় লোকজন দলিল করতে পারছেন না। দ্রুত এখানে সাবরেজিস্ট্রার দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। শেরপুর জেলা রেজিস্ট্রার সেলিম উদ্দিন বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি শীঘ্রই এর সমাধান হবে’।

সর্বশেষ খবর