মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনা সরকার শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে

--------------------- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘শেখ হাসিনা সরকার কেবল স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন। দুই দশমিক আট কিমি দৈর্ঘের তৃতীয় মেঘনা সেতুর প্রাথমিক কাজের জন্য একনেকে ৪০ কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যতো দ্রুত সম্ভব ব্রিজটির কাজ শুরু করতে। সেতুটি হলে নারায়ণগঞ্জের ভুলতা, আড়াইহাজার, বাঞ্ছারামপুর, নবীনগর, হোমনা, মুরাদনগর, কসবা ও আখাউড়ার প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হবে। আখাউড়া থেকে ঢাকায় পণ্য নিতে বর্তমান সময়ের চেয়ে সাড়ে তিন ঘণ্টা সময় সাশ্রয় হবে।’ বাঞ্ছারামপুর উপজেলায় ক্যাপ্টেন তাজ অডিটোরিয়ামে তৃতীয় মেঘনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই প্রকল্পের অধীন মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর আসনের এমপি ও এফবিসিসিআইর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন। আরও বক্তৃতা করেন— রফিকুল ইসলাম, মোহাম্মদ মাসুদ, শরিফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সিরাজুর ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর