মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘বিধিমালা না হলে পার্বত্য ভূমি কমিশনের কাজের অগ্রগতি হবে না’

রাঙামাটি প্রতিনিধি

বিধিমালা প্রণয়ন না হলে পার্বত্য ভূমি কমিশনের কাজের অগ্রগতি হবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান আনোয়ার উল হক। তিনি বলেন, ‘সরকারে কাছে অনুমোদনের জন্য একটি খসড়া বিধিমালা পাঠানো হয়েছে। আশাকরি সরকার খুব দ্রুত এ বিধিমালা বিবেচনা করবেন। তবে সরকার ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম ভূমি নিষ্পত্তি কমিশনের শাখা কার্যালয়ের অনুমোদন দিয়েছেন। শাখা কার্যলয়গুলো হবে রাঙামাটি ও বান্দরবানে। প্রধান কার্যালয় হয়েছে খাগড়াছড়িতে’। রাঙামাটি সার্কিট হাউসের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের প্রথম বৈঠক শেষে গতকাল আনোয়ার উল হক সাংবাদিকদের এ কথা বলেন’। এ সময় সন্তু লারমা, রাজা দেবাশীষ রায়, সাচিং প্রু চৌধুরী, উ চ প্রু, মানজারুল মান্নান, ক্য শৈ হ্লা ও বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর