বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা

কোটালীপাড়ায় ১০ শিক্ষক আজীবন বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জর কোটালীপাড়ায় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে ১০ শিক্ষককে আজীবন বহিষ্কার করা হয়েছে। উপজেলার বলুহার ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে গতকাল এসএসসি পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন— প্রশান্ত বাড়ৈই, মনিরা খানম, মনির হাওলাদার, কবিতা কির্ত্তনীয়া, অশক জয়ধর, শামীম আহম্মেদ, মহসিন তালুকদার, লায়েকুজ্জামান, নিয়াজ মাকদুম, জয় প্রকাশ বালা। কেন্দ্র সচিব সুরেশ দাস জানান, পরীক্ষার বর্তমান নিয়মানুযায়ী প্রতিটি বেঞ্চে প্রতি পরীক্ষার্থীর প্রশ্নপত্রের আলাদা সেটে পরীক্ষা দিতে হয়। কিন্তু এই কেন্দ্রে একই বেঞ্চে একই সেটে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। কেন্দ্র পরিদর্শনকালে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেনের নজরে এলে তিনি শিক্ষকদের কাছে জানতে চান। অভিযুক্ত শিক্ষকরা কোনো সদুত্তর দিতে না পারায় তাদের বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বহিষ্কৃতরা একই বেঞ্চে একই সেটে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়ে নিয়ম লঙ্ঘন করেছেন।

সর্বশেষ খবর