বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা
হাবিপ্রবি

শ্রেণিকক্ষ সংকটে ল্যাবে ক্লাস, গবেষণা ব্যাহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় অনেক সময় ল্যাব রুমে নিতে হচ্ছে ক্লাস। এতে গবেষণা কাজ ব্যাহত হচ্ছে। তাছাড়া ল্যাবে গবেষণার প্রয়োজনীয় উপকরণেরও অভাব রয়েছে।

কৃষ অনুষদের শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুম সঙ্কটের কারণে বিভিন্ন স্থানে ক্লাস করতে হয়, এমনকি ল্যাব রুমেও। এতে ল্যাবের পরিবেশ নষ্ট হয়। ভালভাবে গবেষণা কার্য চালানো সম্ভব হয় না। এদিকে, গ্রামীণ অর্থনীতি বিভাগে মাত্র তিনজন প্রফেসর সব বর্ষের এবং মাস্টার্সের পাঠদান করে থাকেন। অন্যান্য বিষয়েও প্রয়োজনের তুলনায় শিক্ষক অপ্রতুল। অপরদিকে ল্যাবের ঘাটতি থাকায় সুষ্ঠুভাবে প্র্যাকটিক্যাল ক্লাসও করা সম্ভব হয় না। কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাসুম জানান, বিশ্ববিদ্যালয়ে গবেষণার উপকরণ অপ্রতুল এবং আর্থিক অনুদানের অভাবে গবেষণা কার্যক্রম সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার্থীরা যেমন গবেষণায় পিছিয়ে পড়ছেন, তেমনি বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য গবেষণা কর্মসৃষ্টি হচ্ছে না। তৃতীয় বর্ষের রাজু বলেন, ‘শিক্ষক ও রুম সংকটের কারণে একাডেমিক ক্লাস ভালোভাবে হয় না। ফলে ছয় মাসের সেমিস্টার শেষ করতে ৮ থেকে ১০ মাস লেগে যায়। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর সফিউল আলম জানান, বিভিন্ন কারণে শিক্ষকের ২০টি পদ শূন্য হয়েছে। প্রয়োজনের তুলনায় প্রতিটি অনুষদেই শিক্ষকের ঘাটতি রয়েছে। কক্ষ সঙ্কটের বিষয়ে তিনি    বলেন, ‘প্রশাসনিক ভবন এবং কৃষি অনুষদীয় একাডেমিক ভবন এক সঙ্গে থাকায় একটু সঙ্কট হচ্ছিল। এখন প্রশাসনিক ভবন আলাদা হওয়ায় এ সমস্যা কমে আসবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে  আরও একটি দশতলা একাডেমিক ভবন নির্মাণ বাজেট পাস হয়েছে। কিছুদিনের মধ্যে এর কাজ শুরু হবে’।

সর্বশেষ খবর