বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চাঁপাইয়ে সড়ক-মহাসড়কে অবৈধ যান, বাড়ছে দুর্ঘটনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়কে চলছে হাজার হাজার অবৈধ যান। এতে বাড়ছে দুর্ঘটনা। গত এক বছরে ভটভটি-নসিমন-করিমন দুর্ঘটনায় জেলায় প্রায় ৩০ জন প্রাণ হারিয়েছেন। প্রতিদিন ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে অবৈধ এ সব অবাধে চলাচল করছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্যালো মেশিনচালিত প্রায় ১ হাজার ৩০০ ট্রলি এবং তিন হাজার ভুটভুটি, নসিমন-করিমনসহ বিভিন্ন যানবাহন রয়েছে। সূত্রমতে, প্রতিদিন সড়ক-মহাসড়কে চলাচলের জন্য ট্রাফিক পুলিশের নামে ট্রলিপ্রতি ২০ টাকা হারে এবং ভুটভুটি, নসিমন, করিমন থেকে ১০ টাকা হারে প্রায় ৫৬ হাজার টাকা আদায় করা হয়। সূত্রটি আরও জানায়, নাচোল বাসস্ট্যান্ড মোড়, গোমস্তাপুর থানা মোড়, খোয়াড় মোড়, ভোলাহাট মেডিকেল মোড় ও শিবগঞ্জের ইসরাইল মোড়ে পুলিশের নামে অবৈধ যান থেকে অর্থ আদায় করা হয়।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ দালালদের মাধ্যমে অবৈধ যানবাহন থেকে চাঁদা আদায় করছে। এদিকে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি, ভুটভুটি, নসিমন, করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর পরিবহন মালিক-শ্রমিকরা একাধিকবার ধর্মঘট পালন করেছেন। তখন প্রশাসনের পক্ষ থেকে সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এখনও এসব অবৈধ যান চলাচল করায় পরিবহন মালিক-শ্রমিকদের ভাবিয়ে তুলেছে বলে জানান নাম প্রকাশ না করার শর্তে এক পরিবহন মালিক।

সর্বশেষ খবর