বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ধর্ষণের বিচার দাবিতে উত্তাল শিবচর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় ছয় বছরের শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা। বুধবার সকালে তিন ঘণ্টা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন কয়েক হাজার জনতা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গ্রেফতার ও বিচারের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম কাঞ্চন বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার না হওয়াটা দুঃখজনক। আমরা ধর্ষকের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। স্থানীয় রানা মুন্সী জানান, শুনেছি ধর্ষক পালিয়ে ভারতে গেছে। পুলিশ তাকে গ্রেফতার না করে পালিয়ে যেতে সহায়তা করেছে। শিবচর সার্কেলে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভুইয়া জানান, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই গ্রেফতার করা সম্ভব হবে। এছাড়া পুলিশের দায়িত্বপালনে কোনো গাফিলতি থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার শিবচর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌননির্যাতন চালায় পটু গুহ নামে এক স্কুলশিক্ষক। ঘটনার দিনই মামলা হলেও পুলিশ অভিযুক্তকে গ্রফতার করেনি। স্থানীয়দের দাবি, পুলিশ উল্টো পটু গুহকে পালিয়ে যেতে সহায়তা করেছে।

সর্বশেষ খবর