বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  আড়াইহাজার উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে গতকাল পানিতে ডুবে আজিজুল নামের (৪) একটি  শিশুর মৃত্যু হয়েছে। নিহত আজিজুল ওই গ্রামের জাহিদুলের ছেলে। নাটোরের বাগাতিপাড়া পৌর এলাকার টুনিপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে মার্জিয়া (২) পানিতে ডুবে মারা গেছে। দুপুর ২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। —প্রতিদিন ডেস্ক

শীতলক্ষ্যায় গলিত লাশ

রূপগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে দুই পা কাটা গলিত লাশ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে হারিন্দা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া লাশটি গত ৫ মাস আগে নিখোঁজ হওয়া হারিন্দা এলাকার কলেজপড়ুয়া ছাত্র এমরান হোসেনের বলে ধারণা করছেন তার পরিবার ও স্থানীয়রা।—রূপগঞ্জ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের কমিটি

দীর্ঘ প্রতীক্ষার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিউল হোসাইন রুবেলকে সভাপতি ও শাহাদাত হোসেন শোভনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দুই বিঘা জমির ভুট্টাগাছ কর্তন

বগুড়ার শেরপুরে পূর্বশত্রুতার জেরে দুই বিঘা ক্ষেতের ভুট্টা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত আব্দুল মান্নান শেরপুর থানায় অভিযোগ করেন। শেরপুর থানার এএসআই মোর্শেদা খাতুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

শেরপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আশরাফ আলী (৩২) নালিতাবাড়ী উপজেলার মোয়াকুড়া গ্রামের কুব্বাদ আলীর ছেলে। আসামির উপস্থিতিতে গতকাল এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা দায়রা জজ মোসলেহ উদ্দিন। —শেরপুর প্রতিনিধি

স্কুলকমিটি বাতিল দাবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঘরে বসে রূপসী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রতিবাদে এবং ভোটের মাধ্যমে কমিটি গঠন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন অভিভাবকরা। বিদ্যালয়ের সামনে গতকাল শত শত অভিভাবক বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে অংশ নেন। বক্তৃতা করেন মনতুজুল আলম রতন, আলমগীর হোসেন, শাহনুর মণ্ডল প্রমুখ। প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, বোর্ডের অনুমতি নিয়ে নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে।

—নিজস্ব প্রতিবেদক, রংপুর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর