রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

এক পলক

‘শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন-অগ্রগতি’ 

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার সরকার মানেই উন্নয়ন-অগ্রগতি। আর বিএনপি মানেই লুটপাট-দুর্নীতি। দেশের মানুষ আর হাওয়া ভবনের খাওয়া সরকার চায় না। গতকাল জেলার রায়পুরার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার এসব কথা বলেন। এ সময় ইউপি চেয়ারম্যান আসাদউল্লাহ, নজরুল ইসলাম করিম, সিরাজ মিয়া, সিদ্দিকুর রহমান, আশরাফ উদ্দিনসহ যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। —নরসিংদী প্রতিনিধি 

ছিনতাইকারীর ছুরিতে আহত

ফরিদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অনিমা বিশ্বাস নামে এক নারী আহত হয়েছেন। তিনি ফরিদপুর মেডিকেলের সিনিয়র স্টাফ নার্স হিসাবে কর্মরত। জেলা শহরের ঝিলটুলীর ভূমি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় অনিমাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে একই দিন ভোরে ঝিলটুলীর সোনালী ব্যাংক মোড়ে আরেকটি ছিনতাই হয়েছে। এ ঘটনায় বর্ণা নামে প্রশিকার এক কর্মীর কাছ থেকে ২০ হাজার টাকা ও তার ব্যবহূত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

—ফরিদপুর প্রতিনিধি

সাংবাদিক খুনিদের গ্রেফতার দাবি

লক্ষ্মীপুরে সাংবাদিক শাহ মনির পলাশের খুনিদের শাস্তি দাবিতে লক্ষ্মীপুর ও রায়পুরে মানববন্ধন করা হয়েছে। লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন, অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, মোহাম্মদ ইউসুফ, হাসিবুল ছিদ্দিক প্রমুখ। এদিকে রায়পুরে প্রেস ক্লাবের উদ্যোগে পৃথক মানববন্ধনে উপস্থিত ছিলেন শফিউল আজম চৌধুরী জুয়েল, নাজিম উদ্দিন রিয়াদ, নুরুল আমিন ভূঁইয়া দুলাল। উল্লেখ্য, জমি বিরোধের জেরে গত বুধবার প্রতিপক্ষের হামলায় খুন হন স্থানীয় সাংবাদিক পলাশ। —লক্ষ্মীপুর প্রতিনিধি

কমিউনিটি পুলিশিং

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিংয়ের মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে গতকালের এ সভায় মাদক ও সন্ত্রাস রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তারে সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আজিজুল হক, মুক্তিযোদ্ধা শাহ আলম, তাজিম বাবু, আমিনুল হক ভূইয়া রাজু, আব্দুল কাইয়ুম প্রমুখ।

—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ষাটোর্ধ্ব মানুষের মিলনমেলা

কেউ হেঁটে, কেউ রিকশায়, কেউ বা মোটরবাইকে করে জমায়েত হন মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে। তাদের সবার বয়স ষাটোর্দ্ধ। চার বছর ধরে ফালগুনের প্রথম শুক্রবার এখানে বসে ষাটোর্ধ্বদের মিলনমেলা। এতে উপজেলার দুটি ইউনিয়নের চার শতাধিক ষাটোর্ধ্ব সমবেত হন। মিলনমেলায় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আবু তাহেরের সভাপতিত্বে বক্তৃতা করেন তাহাজ উদ্দীন, খায়রুল ইসলাম ও আনছার আলী। খাইরুল ইসলাম জানান, দুটি ইউনিয়নের চার শতাধিক ষাটোর্ধ্ব মানুষ এবারের মিলন মেলায় অংশ নিয়েছেন। বৃদ্ধদের সমস্যা চিহ্নিত করে তাদের জন্য বিনোদন পার্ক স্থাপন, আশ্রম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।  —মেহেরপুর প্রতিনিধি

নারায়ণগঞ্জে গণস্বাক্ষর

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নারায়ণগঞ্জে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। শহরের মাসদাইরে মজলুম মিলনায়তনে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ বিশ্বাস, খন্দকার মনিরুল ইসলাম, অ্যাডভোকেট হুমায়ূন কবির, আবদুল হামিদ খান ভাষানী, আজিজুর রহমান মোল্লা, রহিমা শরীফ মায়া,  আজিজ আল মামুন, অ্যাডভোকেট খোরশেদ মোল্লা,আকতার হোসেন খোকন শাহ, মাহবুব হাসান জুলহাস। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়নগঞ্জের রূপগঞ্জের আফরোজা-মোতালিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গতকাল উপজেলার পশ্চিমগাঁয়ের ৪৯ গুণীজন ও ২৬৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার পশ্চিমগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ আব্দুল মোতালিব। প্রধান অতিথি ছিলেন গেজেটেডভুক্ত সমাজসেবক আলহাজ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভূইয়া। উপস্থিত ছিলেন জাহিদুল হক জাহিদ, মাওলানা সোলাইমান হোসাইন, সিরাজুল হক, এ করিম পাঠান, আব্দুল মতিন প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর