সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

হাতি দিয়ে চাঁদাবাজি অতিষ্ঠ মানুষ

দিনাজপুর প্রতিনিধি

হাতি দিয়ে চাঁদাবাজি অতিষ্ঠ মানুষ

দিনাজপুর শহরে হাতি দিয়ে গাড়ি থামিয়ে নেওয়া হচ্ছে টাকা —বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুর শহরে হাতি দিয়ে অভিনব কায়দায় চলছে চাঁদাবাজি। যত্রতত্র হাতি দাঁড় করিয়ে টাকা আদায়ের কারণে শহরে বাড়ছে যানজট। বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। হাতি শুঁড় দিয়ে এমনভাবে মানুষ ও যানবাহন আটক করছে যে ভুক্তভোগী ইচ্ছার বিরুদ্ধে টাকা দিতে বাধ্য হচ্ছেন। দিনাজপুর শহরে কেনাকাটা করতে আসা শাবনুর জানান, তিনি হাতিকে ১০ টাকা করে দিয়েছেন। কারণ হাতি শুঁড় দিয়ে চেপে ধরছে। ১০ টাকার কম দিলে তা গ্রহণ করছে না। ১০ টাকা দিলে হাতিটি পিঠে বসে থাকা মাহুদকে শুঁড় উঁচিয়ে টাকা দিয়ে দেয়। যা চাঁদাবাজির শামিল। বাহাদুর বাজার এলাকার ব্যবসায়ী আসাদ জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকতে সাহস পান না। বিড়ম্বনা এড়াতে আমরা বাধ্য হয়ে টাকা দিয়ে দেই, যাতে হাতি তাড়াতাড়ি দোকানের সামনে থেকে চলে যায়। এছাড়া হাতি শহরে প্রবেশ করে যানজট বাড়িয়ে দেওয়ায় দুর্ভোগের শিকার হন মানুষ।

প্রশাসন থেকেও বাধা দেয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর