বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে চার প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেছে চারজনের। রাজশাহী, খুলনা ও নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

ময়মনসিংহের গৌরিপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। হতাহত সবাই অটোযাত্রী। ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের রামগোপালপুর এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কান্দানিয়া ভবানিপাড়া গ্রামের তারিকুর রহমান শ্যামল (৪০), নেত্রকোনার কেন্দুয়ার এনায়েতুজ্জামান হীরু (৪০), নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের জহিরুল ইসলাম (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানান, মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ থেকে ভৈরবগামী শ্যামল ছায়া সার্ভিসের একটি বাস গৌরীপুর উপজেলার রামগোপালপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। রাজশাহী : গোদাগাড়ী উপজেলার কামারপাড়া বাজারে গতকাল সকালে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ যাত্রী। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম ফারুক হোসেন (৩০)। তিনি একটি বাসের চালক ছিলেন। বাড়ি গোদাগাড়ী উপজেলার কুঠিপাড়া গ্রামে। খুলনা : পাথরবোঝাই ট্রাকচাপায় ঠেলাগাড়িচালক জিল্লুর রহমান নিহত হয়েছেন। খুলনা নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলের সামনে গতকাল এ দুর্ঘটনা ঘটে। নাটোর : সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নাটোরের নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলচালক আজিজুল ইসলাম নিহত হয়েছেন।

সর্বশেষ খবর