বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ব্রিজের নিচে শিক্ষকের সেপটিক ট্যাংকে আসামির লাশ

প্রতিদিন ডেস্ক

দিনাজপুরে নিখোঁজের দুই দিন পর ব্রিজের নিচে স্কুল শিক্ষকের এবং টাঙ্গাইলে পাঁচ দিন পর সেপটিক ট্যাংকে পরোয়ানার আসামির লাশ পাওয়া গেছে। এ ছাড়া লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও ও দিনাজপুরে তিনজন খুন হয়েছেন। প্রতিনিধিদের খবর— সিরাজগঞ্জ : শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর ব্রিজের নিচ থেকে নজরুল ইসলাম বাবুল (৫৫) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। করতোয়া নদীর ওপর নবনির্মিত গাড়াদহ সেতুর রেলিং থেকে অন্তত ১৫ হাত নিচে দড়িতে ঝুলানো অবস্থায় গতকাল পুলিশ তার লাশ উদ্ধার করে। টাঙ্গাইল : বাসাইলে নিখোঁজের চারদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়ার একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের ট্যাংক থেকে গতকাল তার বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। নিহত শাসুজ্জামান খান পটল (৪৮)। পুলিশ জানান, পটলের বিরুদ্ধে একটি মামলায় গ্রেফকারি পরোয়ানা ছিল। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ভাতিজার চুরিকাঘাতে প্রবাস ফেরত চাচা হারুনুর রশিদ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে গতকাল মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা রুবেল হোসেনকে আটক করেছে পুলিশ। তবে হত্যার কারণ জানা যায়নি। দিনাজপুর : বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় মহাসড়কের পাশ থেকে গতকাল রমেশ বর্মণ শনু নামে এক ব্যক্তির লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। শনু (৫২) বীরগঞ্জ উপজেলার ডাকেশ্বরী গ্রামের গোবিন্দ বর্মণের ছেলে। ঠাকুরগাঁও : সদর উপজেলার রাজাগাঁ ইউনিয়নে গতকাল জমি বিরোধের জেরে একজন খুন হয়েছেন। নিহতের নাম সাদাম খান।

 

সর্বশেষ খবর