শিরোনাম
বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ফরিদপুর মেডিকেলে মরণোত্তর দেহদান করলেন দুই নারী

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান করেছেন বাংলাদেশে লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর দুই নারী কর্মকর্তা। তারা হলেন— ব্লাস্ট ফরিদপুর কার্যালয়ের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী (৫১) ও শালিস কর্মকর্তা অর্চনা দাস (৪৬)। গতকাল বেলা ১১টার দিকে ওই দুই কর্মকর্তা মেডিকেল কলেজে গিয়ে কলেজের অধ্যক্ষ এস এম খবিরুল ইসলামের কাছে দেহদান সংক্রান্ত দুটি এফিডেভিট তুলে দেন। এ সময় তাদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়।  শিপ্রা গোস্বামী বলেন, ‘আমরা জানতে পেরেছি লাশের অভাবে মেডিকেল কলেজের এনাটমি বিভাগের শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হয়। শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার জন্য আমরা  মরণোত্তর দেহদানে উৎসাহিত হয়েছি।’ কলেজ অধ্যক্ষ এসএম খবিরুল ইসলাম বলেন, ‘মরণোত্তর দেহ দিতে দেশের মানুষ এভাবে এগিয়ে এলে মেডিকেল শিক্ষার্থীদের লাশ নিয়ে সংকট দূর হবে।’

 

সর্বশেষ খবর