শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

শরীয়তপুরে ট্রাক উল্টে খাদে প্রাণ গেল তিন শ্রমিকের

বিভিন্ন স্থানে আরও ১০

প্রতিদিন ডেস্ক

শরীয়তপুরে ট্রাক উল্টে খাদে পড়ে প্রাণ গেছে তিন শ্রমিকের। গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত হয়েছেন আরও তিনজন। এছাড়া ঠাকুরগাঁও, কক্সবাজার, পাবনা, দিনাজপুর, পঞ্চগড় ও নেত্রকোনায় সড়কে সাতজনের প্রাণহানি ঘটেছে। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো সাতজন। ভেদরগঞ্জের নারায়ণপুর এলাকায় গতকাল বিকালে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন— জামালপুর জেলার ছাদ্দাম হোসেন, হালিম ও শাহজামাল। ভেদরগঞ্জ থানার ওসি জানান, চাঁদপুর থেকে লোহার পাইপ নিয়ে ফরিদপুর যাওয়ার পথে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর নামক স্থানে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকে থাকা ১২ শ্রমিকের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গোপালগঞ্জ : জেলায় যাত্রীবাহী বাস-মাইক্রো সংঘর্ষে তিনজন নিহত ও ১০ জন আহত  হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার গোপীনাথপুরে গতকাল বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম এমরান। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সশ্রাইল গ্রামের কামালের ছেলে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি। হতাহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঠাকুরগাঁও : সদর উপজেলার কালিতলা বাজার এলাকায় অটোবাইকের ধাক্কায় মনি দেবনাথ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মনি উপজেলার কালিতলা গ্রামের শ্যামল দেবনাথের মেয়ে। কক্সবাজার : উখিয়া উপজেলার কোটকাজার ঝাউতলা সড়ক নামক এলাকায় টমটমের ধক্কায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুসলিম (১৪)। সে উখিয়ার রুমখা বড়বিল মৌলভিপাড়ার মোজ্জাফর আহমদের ছেলে। পাবনা : সদর উপজেলার হেমায়েতপুরের কাশিপুর মোড়ে গতকাল দুপুরে ইটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ছবি খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। দিনাজপুর :  দিনাজপুর-ঘোড়াঘাট মহাসড়কে নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও একজন আহত হয়েছে। নিহত মাসুদ ঘোড়াঘাটের বড়বাড়িয়া গ্রামের মারফুদুলের ছেলে। পঞ্চগড় : পঞ্চগড়ের ব্যারিস্টার বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটর বাইক আরোহী নিহত হয়েছেন। তারা হলেন পঞ্চগড় পৌর এলাকার নুরুজ্জামান খান  ও মাহবুবার রহমান জনি। বৃহস্পতিবার রাত  আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা : নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের সদর উপজেলার কান্দুলিয়া নামক স্থানে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে শফিকুল ইসলাম নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর