শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বাঞ্ছারামপুর হবে আধুনিক শিক্ষা নগরী

— এ বি তাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.) বলেছেন, বাঞ্ছারামপুর উপজেলা হবে একটি আধুনিক শিক্ষা নগরী। শিক্ষার মানোন্নয়নে স্কুল কমিটির সভাপতি ও সদস্যদের সচেতন হয়ে তদারকি করতে হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। গতকাল বাঞ্ছারামপুরে ১০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৩টি ল্যাপটপ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ৩০ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, পৌরমেয়র খলিলুর রহমান, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, জলি আক্তার প্রমুখ।

সর্বশেষ খবর