শিরোনাম
রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কোথাও ভেকু কোথাও নামমাত্র শ্রমিকে কাজ

বাঞ্ছারামপুরে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চলছে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির (৪০ দিন) দ্বিতীয় পর্বের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ। স্থানীয় শ্রমিক দিয়ে এ সব কাজ সম্পন্ন করার নিয়ম থাকলেও তা মানছেন না সংশ্লিষ্টরা। কোথাও শ্রমিকের পরিবর্তে যন্ত্র (ভেকু), আবার কোথাও ৩০ জনের স্থলে ১০ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়েছে। এর মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে গরিব শ্রমিকদের নামে বরাদ্দকৃত সরকারি অর্থ। জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের প্রতিটিতে ৪০ দিনের প্রকল্পের আওতায় একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়। মার্চের আগে এ সব প্রকল্প সম্পন্ন করার কথা থকলেও বাস্তবে কোনো কাজ হয়নি বললেই চলে।  উপজেলার দরিয়াদৌলত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে গঠিত রেজুলেশনে ৪০ দিনের কর্মসূচির আওতায় চারটি প্রকল্প হাতে নেওয়া হয়। চার প্রকল্পে প্রতিদিন ১৮৪ শ্রমিক কাজ করারও কথা থাকলেও দিনে কাজ করেছেন ১৫-২০ জন। তাছাড়া মাটি কাটার কাজে ব্যবহার করা হয়েছে এক্সিভেটর (ভেকু)। ফলে বঞ্চিত হয়েছেন দরিদ্র নারী-পুরুষ। অসহায়দের এ প্রকল্পে একইভাবে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বাহেরচর, তেজখালি ও আইয়ুবপুর ইউনিয়নে। ৪০ দিনের কর্মসূচির তালিকাভুক্ত কয়েক শ্রমিক জানান, দরিয়াদৌলত ইউনিয়নের মেম্বার সফিক তাদের কার্ড করে দেওয়ার কথা বলে ছবি, টিপ সহিসহ ভোটার আইডি নেন। প্রকল্পের কাজ করার আশায় অন্যকাজ ছেড়ে দেই। কিন্তু পরে মেম্বাররা ভেকু দিয়ে কাজ করিয়েছেন। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল সরকার ইউএনও বরাবর লিখিত আবেদনে ভেকু দিয়ে কাজ করানোর বিষয়ে অভিযোগ জানিয়ে তদন্ত দাবি করেছেন। বাঞ্ছারামপুরেরা ইউএনও শরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর