রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বে বাংলাদেশ অসীম সম্ভাবনার দেশ : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন বিশ্বে বাংলাদেশ এখন অসীম সম্ভাবনার দেশ। প্রযুক্তিগত জ্ঞান উন্নয়ন ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যত কর্মজীবনে মনোনিবেশের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। বিশ্বে বাংলাদেশ নতুন নতুন তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি সেবায় ফোর-জি চালু হয়েছে। এরপর পর্যায়ক্রমে ফাইভ-জি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে।

গতকাল ভোলার চরফ্যাশন উপজেলায় দৃষ্টিনন্দন জেনিল খামার বাড়িতে আন্তঃ কলেজ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের শিক্ষা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী জ্যাকব এসব কথা বলেন। চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কয়সার আহাম্মেদ দুলালের সভাপতিত্বে আন্তঃ কলেজসমূহের অধ্যক্ষরা বক্তব্য রাখেন। এছাড়াও নিলীমা নিগার সুলতানা জ্যাকব, নুরুল ইসলাম ভিপি, বাদল কৃষ্ণ দেবনাথ ও মনির আহমেদ শুভ্র শিক্ষা সমাবেশে বক্তব্য দেন।

সর্বশেষ খবর