রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

কসবায় বাড়িঘর ভাঙচুর ও লুট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউত্হাট গ্রামে ইভ টিজিংকে কেন্দ্র করে হরিজন সম্প্রদায়ের বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুট করেছে তিনগ্রামের কতিপয় সন্ত্রাসী। সন্ত্রাসীরা একটি হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে বরকেও হেনস্থা করে তার গলায় পরিহিত স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গায় রূপ নেওয়ার পূর্বেই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৩ প্লাটুন পুলিশ এসে রাতভর অভিযাান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জহরলাল ঋষি বাদী হয়ে ১৬ জনকে আসামি করে কসবা থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে গতকাল সকালে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ও কসবা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর