রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সাত জেলায় ১১ খুন-লাশ উদ্ধার

প্রতিদিন ডেস্ক

নওগাঁ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বরগুনা, কক্সবাজারের চকরিয়া ও নড়াইলে ১১টি খুন-লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ও গতকাল এ সব ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— নওগাঁ : সদর উপজেলার কীর্ত্তিপুর বাজারে গতকাল সকালে প্রকাশ্যে তোজাম্মেল হোসেন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তোজাম্মেল আতিথা গ্রামের জহির উদ্দীনের ছেলে। এদিকে পত্নীতলায় সুলতানা আক্তার বুলবুলি নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা : সদর উপজেলার ধনুয়াখলা গ্রামে মোবারক হোসেন নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোবারক ওই গ্রামের আবদুল জলিলের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার সোহাতায় শুক্রবার রাতে পূর্ববিরোধের জেরে নূরে আলম (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি সোহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে। এদিকে বিজয়নগর উপজেলায় জমি থেকে অজ্ঞাত পরিচয় তরুণীর ক্ষতবিক্ষত লাশ শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আব্দুল্লাহ মিয়া (১৮) নামে এক কিশোরের মরদেহ গতকাল সদর উপজেলার সুহিলপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের সহিদ মিয়ার পালিত পুত্র। চট্টগ্রাম : নগরীতে ছুরিকাঘাতে ইব্রাহীম নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে সদরঘাট থানার জুঁই কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ইব্রাহিম সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি রেলি কলোনির বাসিন্দা জসীম উদ্দিনের ছেলে। বরগুনা : বেতাগী উপজেলায় জসীম উদ্দিন নামে এক যুবক খুন হয়েছেন। উপজেলার গেরামার্দ্দন গ্রামে বুধবার রাতে হত্যার ঘটনা ঘটে। পরে লাশ বিষখালী নদীতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় গৃহকর্তা এবং সাহারবিলে গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ও গতকাল সকালে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। ডুলাহাজারায় মারা যাওয়া মিরাজ উদ্দিন রংমহল এলাকার নুরুল ইসলামের ছেলে। সাহারবিলে উদ্ধার গৃহবধূ কুলছুমা মাইজঘোনার শাওনুল কবিরের স্ত্রী। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। নড়াইল : জেলা সদরের চন্ডিবরপুর গ্রামে ভারতী সরকার নামে এক গৃহবধূ খুন হয়েছেন। ভারতী চন্ডিবরপুর গ্রামের অরূপ বিশ্বাসের স্ত্রী।

সর্বশেষ খবর