সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সেই নবজাতককে সরকারি কর্মকর্তা দম্পতির হাতে হস্তান্তর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে বালুরমাঠে পাওয়া মানসিক প্রতিবন্ধীর ‘পিতৃহীন’ সেই নবজাতককে শুক্রবার রাতে নিঃসন্তান সরকারি কর্মকর্তা দম্পতির হাতে তুলে দিয়েছে প্রশাসন। এ সময় প্রতিবন্ধী মায়ের উন্নত চিকিৎসার দাবি জানান স্থানীয়রা।

শিবচরের ইউএনও ইমরান আহমেদ বলেন, ‘বাচ্চাটির ভবিষ্যৎ চিন্তা করে একটি মর্যাদা সম্পন্ন পরিবার তাকে গ্রহণ করেছে। বাচ্চাটিকে তিনি (সরকারি কর্মকর্তা) বাবা এবং তার স্ত্রী মা হিসেবে লালন-পালন করবেন।’ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার বলেন, ‘বাচ্চাটি যেমন ভালো পরিবার গ্রহণ করেছেন, তেমনি বাচ্চার প্রতিবন্ধী মাকে উন্নত চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।’ জানা যায়, প্রায় এক বছর ধরে শিবচর উপজেলার বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতেন এক মানসিক ভারসাম্যহীন নারী। গত মঙ্গলবার রাতে স্থানীয় বালুরমাঠে কন্যা সন্তান প্রসব করেন তিনি। শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয় কয়েক যু্বক মাঠের মধ্যে সদ্যজাত সন্তান ও মাকে দেখতে পান। তারা আশপাশের বাড়ির মহিলাদের ডেকে আনেন। মহিলারা এসে বালু থেকে তুলে শিশুটিকে পরিস্কার করে মা ও নবজাতকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সর্বশেষ খবর