সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পার্বত্যাঞ্চলে বাঁশ উৎপাদন কার্যক্রম শুরু

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চলের ১৩টি উপজেলায় বাঁশ উৎপাদন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প চলবে ২০২১ সাল পর্যন্ত। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের উপজেলাগুলোর পতিত জমিতে বাঁশ উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগাতে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় এই অঞ্চলের মানুষ আত্মকর্মসংস্থান গড়ে তোলার এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাবে বলে জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা। বাঁশ উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচিতি অনুষ্ঠানের উদ্বোধন এবং বাঁশ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল তিনি এ কথা বলেন।

 

সর্বশেষ খবর