বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফেরি সংকটে শত শত পণ্যবাহী ট্রাক আটকা

ভোলা প্রতিনিধি

ফেরি সংকটে শত শত পণ্যবাহী ট্রাক আটকা

ভোলা-বরিশাল ফেরিঘাটে গাড়ির দীর্ঘ লাইন

ভোলা-বরিশাল সড়কের ভেদুরিয়া-লাহারহাট নৌরুটে ফেরি সংকটের কারণে এক সপ্তাহ ধরে উভয়পাড়ে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়েছে। একটি মাত্র ফেরিতে যানবাহন পারপার করতে গিয়ে সিরিয়াল পেতে ৪-৫ দিন লেগে যায়। দিনের পর দিন ফেরিঘাটে অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হন পরিবহন শ্রমিকরা। এতে একদিকে যেমন পণ্য পরিবহনে অধিক সময় লাগছে, অন্যদিকে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। এ রুটে অন্তত পাঁচটি ফেরি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ফেরি কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিকরা। ঘাটের শ্রমিকরা জানান, ভেদুরিয়া-লাহারহাট রুটে তিনটি ফেরি চলাচল করছে। এর মধ্যে গত ২১ ফেব্রুয়ারি একটি বিকল হয়ে পড়ে। আরেকটি চরে আটকে থাকায় মাত্র একটি ফেরি দিয়ে বর্তমানে যানবাহন পারাপার করা হচ্ছে। বিআইডব্লিউটিসির ভেদুরিয়া ফেরিঘাট ইনচার্জ জসিম উদ্দিন জানান, স্বল্প সময়ে সহজে মালামাল পরিবহন করতে না পারায় এই রুটে দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ছে। প্রয়োজনের কথা বিবেচনা করে এখানে ফেরির সংখ্যা বাড়ানোর জন্য উপর মহলে চিঠি দেওয়া হয়েছে। জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের সহজে এবং কম সময়ে পণ্য পরিবহনের জন্য ভোলা-বরিশাল সড়ক পথটি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। খুলনা-যশোর-বরিশাল অঞ্চল থেকে লক্ষ্মীপুর-নোয়াখালী-চট্টগ্রাম অঞ্চলে মালামাল আনা-নেওয়ার জন্য প্রতিদিন শত শত ট্রাক এই রুটে চলাচল করে। চার ট্রাকচালক আমজাদ হোসেন জানান, ‘তিনি ভোলা থেকে পোল্ট্রিফিড নিয়ে সিরাজগঞ্জ যাবেন। কিন্তু চার দিন ধরে ঘাটে আটকে আছেন। আটকা পড়া পরিবহন শ্রমিকরা জানান, এখানে যাত্রী বা পরিবহন শ্রমিকদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একটি ছোট যাত্রীছাউনি থাকলেও তাতে বিআইডব্লিউটিসির লোকজন ম্যাস করে থাকছেন। এই রুটে নিয়মিত যাতায়াত করেন এমন অনেকে জানান, ভেদুরিয়া-লাহারহাট নৌ-রুটে চলাচল করা তিনটি ফেরির মধ্যে সব সময়ই কোন না কোনটির ইঞ্জিন বিকল থাকে। কখনো আবার নাব্যতা সংকটের কারণে নিয়মিত ফেরি চলতে করতে পারে না। ফলে দিনের পর দিন ঘাটে আটকা পড়ে থাকেন পরিবহন শ্রমিকরা। কর্তৃপক্ষের গাফেলতির কারণেই এমটা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। 

সর্বশেষ খবর