বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘ডায়াবেটিস রোগীদের গোসলের সময় পা পরীক্ষা করতে হবে’

কুমিল্লা প্রতিনিধি

‘ডায়াবেটিস রোগীদের গোসলের সময় প্রতিদিন পা পরীক্ষা করতে হবে। পায়ের কোনো ত্রুটি ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। বিশেষ করে পায়ে ক্ষত, রং পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কথিত গ্রামের ডাক্তার ও কবিরাজের কাছে যাওয়া যাবে না। এতে রোগ বৃদ্ধি পেয়ে পা কেটে ফেলতে হতে পারে। এছাড়া ডায়াবেটিক রোগীদের খালি পায়ে হাটা যাবে না।’ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিক সচেতনতা দিবস উপলক্ষে কুমিল্লায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। নগরীর বিষ্ণুপুরে প্রস্তাবিত খায়রুন্নেসা মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল এই আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ডাক্তার আতাউর রহমান জসীম।

সর্বশেষ খবর