শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা
কোটালীপাড়ায় কবি সুকান্ত মেলা

চারদিকে উৎবের আমেজ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী কিশোর কবি সুকান্ত মেলা। মেলা ঘিরে উপজেলাব্যাপী বইছে উৎবের আমেজ। নবরূপে সেজেছে কবির বাড়ি ও আশপাশের এলাকা। কবি সুকান্ত মেলা আয়োজন কমিটি এ মেলার আয়োজন করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। পরে কবির জন্ম পরিক্রমা নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, কোটালীপাড়া উপজেলা চেয়ার?ম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, কোটালীপাড়া কবি সুকান্ত সেবা সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার বক্তব্য রাখেন। মেলা দেখতে ভক্ত আর এলাকাবাসী কবি সুকান্তের পৈতৃক ভিটায় উপস্থিত হয়ে করে তুলেছেন প্রাণবন্ত। প্রতিদিন মেলা উপলক্ষে প্রতিষ্ঠিত সুকান্ত মঞ্চে শিল্পকলা একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠীসহ ভারত থেকে আসা শিল্পীরা পরিবেশন করেছেন গান ও নাচ। মেলাকে কেন্দ্র করে কবির পৈতৃক ভিটার পাশে বসেছে মেলা। এ মেলায় মিষ্টি, খেলনাসহ দেশি প?ণ্যের নানা দোকান ও নাগরদোলা, সার্কাস বসেছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, কবি সুকান্তের পৈতৃক বাড়িটি একটু প্রত্যন্ত গ্রামে হওয়ার কারণে এখানে উন্নয়নের ছোঁয়া তেমন একটা লাগেনি। তবে কবি সুকান্তের পৈতৃক ভিটার যে জমি আছে সেখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর