শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পৌরসভার জমি দখল করে ১৫ দোকান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া শহরের চারমাথায় কেন্দ্রীয় বাসটার্মিনালের পাশে পৌরসভার জমি দখল করে ১৫টি দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এতে বাস চলাচলে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি টার্মিনালটি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এলাকাবাসী অবৈধভাবে গড়ে তোলা দোকানঘরগুলো অপসারণের দাবি জানিয়েছেন।

স্থানীয়রা জানান, অর্থনৈতিকভাবে গুরুত্বপুর্ণ এলাকা চারমাথা। কিন্তু দখল-দূষণ, মাদক ব্যবসা ও চাঁদাবাজির কারণে এ এলাকার মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে রয়েছে। তার ওপর  কেন্দ্রীয় বাসটার্মিনালের জায়গা বেদখল হয়ে যাওয়ায় তারা আরো শঙ্কিত হয়ে পড়েছেন।

বগুড়া পৌর মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান জানান, ‘পৌরসভা যথা সময়ে অবৈধ নির্মাণকারীদের নোটিস করে কাজ বন্ধ করতে বলেছে, তারা শুনেনি। এখন উচ্ছেদ নোটিস পাঠানো হবে। তারপরও কাজ না হলে উচ্ছেদ অভিযান চালানো হবে। সে ক্ষেত্রে অভিযুক্তরা প্রভাবশালী কিনা তা বিবেচনা করা হবে না।

 

সর্বশেষ খবর