শনিবার, ৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

কুড়িয়ে পাওয়া নবজাতক নিবিড় পর্যবেক্ষণে

নেত্রকোনা প্রতিনিধি

কেন্দুয়ায় কুড়িয়ে পাওয়া নবজাতক জেলা আধুনিক সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। হাসপাতালের চিকিৎক নজরুল ইসলাম ফকির জানান, অজ্ঞাত পরিচয় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে সে সুস্থ। তবে ওজন কম থাকায় কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান মিয়া বলেন, বানিয়াগাতী গ্রামের ঝোঁপের ভেতর থেকে উদ্ধার করে পুলিশের সহায়তায় শিশুটিকে বৃহস্পতিবার রাতে সদর হাসপাতালে পাঠানো হয়। সমাজসেবা অধিদফতরের শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে শিশুটির দেখাশোনার খরচ বহন করা হচ্ছে। চিকিৎসা দেওয়ার পাশাপাশি শিশুটির বাবা-মায়ের সন্ধান করা হচ্ছে। কাউকে পাওয়া না গেলে পরবর্তীতে অন্য ব্যবস্থা করা হবে। এদিকে স্বাধীনতার মাসের প্রথম দিনে নবজাতকটি (ছেলে) পাওয়ায় তার নাম রাখা হয়েছে ‘স্বাধীন আহমেদ’। ইউএনও মুকতাদিরুল আহমেদ এ নাম রাখেন।

 

সর্বশেষ খবর