শিরোনাম
রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় বাস-মাইক্রোবাসের সংঘর্ষ চারজন নিহত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর ও গাজীপুরে সড়কে প্রাণ গেছে তিনজনের। গতকাল এ দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দুটি মাইক্রোবাসের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই নোয়া গাড়ির চালকসহ চারজন নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইটাছড়ি এলাকায় গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উখিয়া উপজেলার হাতিরমুরা এলাকার বাদশা মিয়ার ছেলে আলী আকবর (১৮), মীর আহমদের ছেলে সাহাবউদ্দিন (১৮), গফুর মিয়ার ছেলে হারুনুর রশিদ (১৬) ও রামু উপজেলা উত্তর খুনিয়া পালং এলাকার শামসুল আলমের ছেলে জয়নাল আবেদীন (৩০)। আহত সালাহ উদ্দিন, নুরুল ইসলাম, গফুর আলম ও নুরুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, শনিবার ভোরে উখিয়া থেকে দুটি নোয়া (মাইক্রোবাস) চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। গাড়ি দুটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং ইটাছড়ি এলাকায় পৌঁছলে বিপরীতমুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া : আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ডের কাছে গতকাল দুপুরে ট্রাক্টরচাপায় সুমন মিয়া (২৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। সুমন ধরখার গ্রামের শুক্কুর আলীর ছেলে। মাদারীপুর : শিবচরে গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপার নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম মফিজ। তিনি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব শাহিন্দ্রা এলাকার জমির মোল্লার ছেলে। গাজীপুর : কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় গতকাল গাড়িচাপায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার আনুমানিক বয়স ৪০ বছর। লাশ শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর