রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মাদারীপুর ও ঝিনাইদহে আ.লীগের সংঘর্ষ

মাদারীপুর ও ঝিনাইদহ প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার ২নং শকুনী-হাজির হাওলা এলাকায় ক্রিকেট খেলা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে এবং শুক্রবার রাতে দুই দফায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের একটি শাখা অফিসে হামলা ও এলাকায় কয়েকটি বসতঘরে ভাঙচুর করা হয়। এ সময় দুই নারী আহত হন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আহম্মেদ বলেন, আমি এ মারামারির সঙ্গে সরাসরি জড়িত নই। একটি পক্ষ আমাকে ব্যবহার করছে। তবে কোনো লোক আওয়ামী লীগ অফিসে হামলা চালায়নি। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল হাসান বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র  করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আওয়ামী লীগ অফিসসহ কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষ এখন পর্যন্ত মামলা করতে আসেনি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নিব। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার শীতারামপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী-লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় উভয়পক্ষের ২০টি বাড়ি। গতকাল সকালের এ ঘটনায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোস্তাফিজুর ও সুজন নামে দুজনকে আটক করেছে পুলিশ। হরিশংকরপুর পুলিশ ক্যাম্পের আইসি হুমায়ন কবির জানান, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুমের সঙ্গে সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফরিদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে দুই পক্ষের সমর্থকরা শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আটজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সর্বশেষ খবর