রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

‘৭৫ হাজার শ্রমিকের জীবিকা সংকটে’

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশে জাতীয় মজুরি স্কেলসহ ১৯ দফা দাবিতে শ্রমিক সমাবেশ করেছে সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন। শনিবার ঘোড়াশাল, পলাশ ও আশুগঞ্জ ইউনিয়ন সার কারখার সিবিএর যৌথ উদ্যোগে ঘোড়াশাল সার কারখানার প্রধান ফটকের সামনে এ সমাবেশ হয়। আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এম. কামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, হুমায়ুন কবীর, ইসরাইল আলী মণ্ডল ও আবদুল রহিম প্রমুখ।

আয়োজকরা জানান, ২০১৫ সালের ১ জুলাই থেকে শ্রমিকদের মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়নসহ ১৯ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত বিসিআইসি, ইস্পাত ও প্রকৌশল, চিনিকল, পাটকল ও এফআইডিসি শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৮০টি ট্রেড ইউনিয়নের সমন্বয়ে সেক্টর করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন গঠন করা হয়েছে। সমাবেশ থেকে বক্তারা  বলেন, বিসিআইসির ৭৫ হাজার শ্রমিকের জীবন-জীবিকা আজ সংকটে। এই অবস্থা দূর করতে মজুরী স্কেলসহ ১৯ দফা দাবি বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

সর্বশেষ খবর