রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নোয়াখালীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি

নোয়াখালী প্রতিনিধি

‘ভিক্ষাবৃত্তি জীবন নয়, জীবন হোক কর্মময়’ এ স্লোগানে নোয়াখালীতে ভিক্ষুক পুর্নবাসন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে উপজেলার ১২১ জন ভিক্ষুককের হাতে রিকশা, ছাগল, হাঁস-মুরগী, সেলাই মেশিন, শাড়ি, চায়ের ফ্লাক্স-কাপ ও হোগলা পাতা তুলে দেন চট্টগ্রাম বিভাগী কমিশনার আবদুল মান্নান। অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অ্যাড. শিহাব উদ্দিন শাহীন, একেএম জহিরুল ইসলাম, ড. মাহে আলম। উল্লেখ্য, নোয়াখালীর ৯টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৫৮২১ জন ভিক্ষুকের তালিকা করে জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও সংশ্লিষ্ট উপজেলা পরিষদের আর্থিক সহযোগিতায় সদর উপজেলার ১২১ জনকে পুনর্বাসনের আওয়তায় আনার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হলো।

সর্বশেষ খবর