রবিবার, ৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হরিণাকুণ্ডুতে ইজারার টাকা জমা হচ্ছে না

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হাট-বাজার ইজারার নামে প্রতি বছর সরকারের বিপুল অংকের অর্থ লুটপাট করা হয়েছে। পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটলেও অজ্ঞাত কারণে সংশ্লিষ্টরা বিষয়টি নজরে নেয়নি। এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। ঘটনাটি জানাজানি হলে তোলপাড় শুরু হয়েছে। 

অভিযোগে জানা গেছে, এ বছর উপজেলার ২৪টি হাট-বাজার ইজারার নোটিস করা হয়। সেই নোটিস মোতাবেক ২৭ ফেব্রুয়ারি দরপত্র দাখিলের শেষ দিন ছিল। এ সময় ইজারাদাররা জানতে পারেন ভাবানীপুর সাধারণ হাট মাত্র ৫ লাখ টাকা এবং পানহাট মাত্র ২৬ হাজার টাকায় ইজারা দেওয়া হয়েছে। এভাবে উপজেলার বিভিন্ন হাট-বাজার ইজারার নামে বিপুল অংকের টাকা আত্মসাৎ করা হচ্ছে। ঘটনাটি চাউর হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ খবর