মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

উল্টো করে ঝোলায় গ্রামপুলিশ নির্যাতন চালায় নুরুন্নবী

নওগাঁ প্রতিনিধি

উল্টো করে ঝোলায় গ্রামপুলিশ নির্যাতন চালায় নুরুন্নবী

চুরির অপবাদে নওগাঁর পত্নীতলায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে বাঁশের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে পেটানোর অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন— উপজেলার আকবরপুর ইউনিয়নের ভগবানপুর গ্রামের এজাবুল হোসেনের ছেলে ইউপি তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা নুরন্নবী ও গোয়াল গ্রামের অছিম উদ্দীনের ছেলে গ্রামপুলিশ মোজাফফর হোসেন। গতকাল নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেওয়ার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পত্নীতলা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঘটনার দিন চোর সন্দেহে স্থানীয় হাটের মধ্য থেকে ধরে দড়ি দিয়ে শফিকুলের দুই পা বাঁধে গ্রামপুলিশ মোজাফফর হোসেন। এরপর বাঁশে উল্টো ঝুলিয়ে লাঠি দিয়ে পেটায় নূরন্নবী। রবিবার বিকালে তাদের আটকের পর রাতে পুলিশের জিজ্ঞাসাবাদে উভয়ে নির্যাতনের কথা স্বীকার করেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার শফিকুল নূরন্নবী ও মোজাফফরসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বাকি আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি। উল্লেখ্য, গত শুক্রবার উপজেলার আকবরপুর ইউনিয়নের মধইল হাটের দিন ছিল। সেখানে শফিকুল একজনের পকেট মারে এ সন্দেহে স্থানীয়রা তাকে উত্তমমধ্যম দিয়ে ছেড়ে দেয়। পরে আবারো শফিকুলকে নুরুন্নবী ও মোজাফফরসহ কয়েকজন ডেকে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে উল্টো করে বাঁশে ঝুলিয়ে নির্যাতন চালায়।

এর ভিডিওটি ফেসবুকে আপলোড করার পর রবিবার বিকালে মাঠে নামে পুলিশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর