মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গ্যাস পৌঁছে দেওয়া হবে

— নসরুল হামিদ বিপু

সখীপুর প্রতিনিধি

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে গ্যাস পৌঁছে দেওয়া হবে। আগামী ২ মাসের মধ্যে সেই প্রক্রিয়া শুরু হবে। গ্যাস দিয়ে পরিকল্পিত শিল্প এলাকা গড়ে তোলা হবে। আবাসিক একটি চুলায় গ্যাস দেওয়া মানে ২০০ লোকের চাকরি হরণ করা। কারণ একটি চুলায় যে গ্যাস পুড়ে তা দিয়ে অন্তত ২০০ লোকের চাকরি দেওয়া যায়। তাই পরিকল্পিতভাবে শুধু শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করে সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। গতকাল সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন অনুপম শাহজাহান জয় এমপি।

সর্বশেষ খবর