মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দারুল ইহসানের শিক্ষার্থীদের বৈধ ঘোষণা

জয়পুরহাট প্রতিনিধি

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের জয়পুরহাটসহ বৈধ ক্যাম্পাসগুলোর শিক্ষার্থীদের সনদপত্রের বৈধতা দিয়েছেন উচ্চ আদালত। বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.diu-edubd.com বাড়ি-১৪, রোড ১৮, সেক্টর ১০, ঢাকা ১২৩০) তালিকাভুক্ত শিক্ষার্থীদের সনদপত্র বৈধ ঘোষণা করে ২৫ ফেব্রুয়ারি রায় প্রদান করেছেন উচ্চ আদালত। বিশ্ববিদ্যালয়ের পরিচালক মাহমুদ আহমেদের রিট পিটিশনের প্রেক্ষিতে এ রায় দেওয়া হয়। রায়ে শিক্ষার্থীদের সনদপত্রের বৈধতাকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, ডিজি, শিক্ষা মন্ত্রণালয় এবং অন্য সব প্রতিষ্ঠানকে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রায়ে শিক্ষার্থীদের প্রদত্ত সাময়িক সনদপত্র যাচাই-বাছাই করে মূল সনদপত্র প্রদানের প্রক্রিয়া শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি), ডিজি ও দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের পরিচালকের সমন্বয়ে আগামী এক মাসের মধ্যে কমিটি গঠন করতে ইউজিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

সর্বশেষ খবর