শনিবার, ১০ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ফরিদপুরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় ১০ মার্চ

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

ফরিদপুরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয় ১০ মার্চ

শাহ আবু জাফর

১৯৭১ সালের ১০ মার্চ ফরিদপুরে স্বাধীন বাংলার পতাকা প্রথম উত্তোলন করেন মুক্তিযুদ্ধের বিএলএফ কমান্ডার ও সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। ওই দিন বিকালে জেলার অম্বিকা ময়দানে লাখ লাখ মানুষের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্যদিয়ে পতাকা উত্তোলন করেন তিনি। শাহ আবু জাফর ১০ মার্চের ঘটনা বর্ণনা করে বলেন, ৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর অগ্নিঝরা বক্তব্য শোনার পর ফরিদপুরের সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফরিদপুর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ ৮ মার্চ রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদে সভা করে সিদ্ধান্ত নিলাম স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতির জন্য ১০ মার্চ অম্বিকা ময়দানে বিশাল ছাত্র জমায়েত করতে হবে। ওই দিন বিকালে অম্বিকা ময়দানে সমাবেশের কথা থাকলেও দুপুরের আগেই জনতার স্রোতে পরিপূর্ণ হয়ে যায় মাঠ।

সভায় বক্তৃতা করলেন ফরিদপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ এবং প্রাদেশিক পরিষদের সদস্যরা। সমাবেশে ঘোষণা করলাম, ফরিদপুরের প্রশাসন আর পাকিস্তান সরকারের কথায় চলবে না, সবাইকে বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী চলতে হবে। আজ থেকে কোথাও পাকিস্তানের পতাকা কেউ উড়াতে পারবে না। অম্বিকা ময়দানে লাখো মানুষের দুনিয়া কাঁপানো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানের মধ্যদিয়ে উত্তোলন করলাম স্বাধীন বাংলার পতাকা।

সর্বশেষ খবর