সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

হুমকিতে বাড়িছাড়া পুরুষরা গৃহবধূদের দুঃসহ জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইহাজীপুরে প্রতিপক্ষের হুমকিতে বাড়িছাড়া ৮-১০ পরিবারের পুরুষ সদস্যরা। হাট-বাজার করতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন এ সব পরিবারের গৃহবধূরা। ছেলে মেয়েদের স্কুল-কলেজে যেতে বাধা দেওয়া হচ্ছে। ফসল কাটতে না দেওয়ায় জমিতে নষ্ট হচ্ছে পাকা ধান। ভুক্তভোগীরা বলছেন, প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় পুলিশ বা প্রশাসন কেউ তাদের সহযোগিতায় এগিয়ে আসছে না। প্রতিপক্ষের দাবি, হুমকি নয়, এলাকাসীর ভয়ে তারা গ্রাম ছেড়েছে।

রায়গঞ্জ থানার ওসি মাহবুবুল আলম জানান, তাদের কেউ গ্রামে ঢুকতে বাধা দেয়নি। তারা নিজের ইচ্ছায় গ্রাম ছেড়েছে। ইচ্ছা করে জমির ফসল কাটছে না এবং জমি আবাদ করছে না। রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, ‘জমির ধান নষ্ট হোক আর পতিত থাক আমাদের দেখার বিষয় নয়। কারণ বিষয়টি নিরসনের জন্য স্থানীয় এমপি দায়িত্ব নিয়েছেন। তবে এমপি কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব।’ সংসদ সদস্য ম.ম. আমজাদ হোসেন মিলন বলেন, ‘আমি কোনো মীমাংসার দায়িত্ব নেইনি। উপজেলা সমন্বয় কমিটির মিটিংয়ে বিষয়টি উত্থাপন হলে প্রশাসনই পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। ইউএনও দায় এড়ানোর চেষ্টা করছেন।’ সরেজমিনে জানা যায়, একটি বিরোধপূর্ণ জমি নিয়ে হামলা-মামলার কারণে স্থানীয় আব্দুল আলীম মেম্বর ও আয়ুব আলী বাহিনীর সঙ্গে সরাইহাজীপুর গ্রামের শামসুল হক গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে আদালাতে মামলাও রয়েছে। এ অবস্থায় আলীম-আয়ুব বাহিনী ভুক্তভোগী শামসুল হক ও তাদের স্বজনদের তিন মাস ধরে এলাকায় যেতে দিচ্ছে না। জমি চাষাবাদে বাধা দিচ্ছে। জমিতে গেলেই আলীম-আয়ুব বাহিনী লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে তাদের তাড়িয়ে দিচ্ছে। গৃহবধূ মনোয়ারা, জহুরা, ইতি ও মমতা বলেন, ‘আমাদের স্বামী-স্বজনদের বাড়িতে আসতে দিচ্ছে না। পরিবারের কাউকে বাজারে যেতে দিচ্ছে না। ঘর থেকে বের হলেও মারপিট করার জন্য তেড়ে আসে। আমরা পুরোপুরি গৃহবন্দী অবস্থায় রয়েছি।’ 

সর্বশেষ খবর