সোমবার, ১২ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাত জেলায় সড়কে ১০ প্রাণহানি

মোরেলগঞ্জে বৃদ্ধের দুই পা বিচ্ছিন্ন

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। এছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে বাসচাপায় দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে এক বৃদ্ধের। গতকাল এ সব দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ : হালুয়াঘাট উপজেলার বড়বিলা নামক স্থানে গতকাল দুপুরে বাসের ধাক্কায় অটোচালকসহ তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন— হালুয়াঘাট উপজেলার সমনিয়া পাড়ার আব্বাস আলীর ছেলে সাহের আলী, মুক্তাগাছার ফরহাদ হোসেনর স্ত্রী লাভলী বেগম ও ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের অটোচালক আবুল কালাম।  রংপুর : মিঠাপুকুর উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় দুই যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— দিনাজপুরের খানসামার শাহজালাল ও ঢাকার আশুলিয়ার আব্দুল আজিজ। ফরিদপুর : ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর পৌর বাস টার্মিনাল এলাকায় গতকাল ট্রাকচাপায় শুকুর মিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন। মেহেরপুর : গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাধন নামে এক স্কুলছাত্রের প্রাণহানি ঘটেছে। নাটোর : সিংড়া উপজেলার শেরকোল এলাকায় গতকাল মাটিবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে আবু সালেহীন নামে এক ইমাম নিহত হয়েছেন। দিনাজপুর : বীরগঞ্জে গতকাল বিকালে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে দীনবন্ধু রায় নামে এক বাইসাইকেল আরোহী যুবকের। সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুরে গতকাল সকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় খালেকুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জে বাসচাপায় মোস্তফা সওদাগর নামে  এক ব্যক্তির দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর