বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এমপির বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইল-২ আসনের এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড. শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে ভূমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে গতকাল লোহাগড়া উপজেলা পরিষদের সামনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আহ্বানে মানবন্ধন  হয়েছে। মানবন্ধনে লিখিত বক্তৃতা করেন ভুক্তভোগী লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া গ্রামের ইশারত শেখের ছেলে মোস্তফা কামাল। তিনি অভিযোগ করেন, এমপি ও তার স্ত্রী ২০১৫ সালে পৌর শহরের কচুবাড়িয়া মৌজায় গরুর খামার করেন। খামার সম্প্রসারণের জন্য তিনি কচুবাড়িয়া গ্রামের সমির, কবিতা ও আমার জমি দখল করে গোবর ফেলছেন। এতে ওই জমি চাষাবাদের অযোগ্য হয়ে পড়েছে। বর্তমানে দখল করা জমিতে পাকা ড্রেন নির্মাণ করা হচ্ছে। তাছাড়া কম দামে জমি বিক্রি না করায় চাপ দিচ্ছেন। এ ব্যাপারে হাফিজুর রহমান বলেন, ‘মোস্তফা কামালের জমি বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। অতিরিক্ত টাকা চাওয়ায় কেনা হয়নি।’ ড্রেন নির্মাণের ব্যাপারে বলেন— ‘খামারের জন্য যাতে কারও জমির ক্ষতি না হয়— বিষয়টি বিবেচনায় রেখে পার্শ্ববর্তী আব্দুর রহমানের জমির ভিতর দিয়ে ড্রেন নির্মাণ করা হচ্ছে। কাউকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে না।’

সর্বশেষ খবর