বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮ ০০:০০ টা

দেড় কোটি টাকার বাস টার্মিনাল ১৫ বছর ধরে অব্যবহৃত

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালটি ১৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। টার্মিনালে সব ধরনের সুযোগ-সুবিধা থাকলেও রোদ-বৃষ্টিতে কষ্ট করে যাত্রীদের রাস্তা থেকেই উঠতে হচ্ছে বাসে। পরিত্যক্ত পড়ে থাকায় টার্মিনালভবনটি মাদকসেবনসহ নানা অপকর্মের আস্তানায় পরিণত হয়েছে।

জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার অধীনে ২০০৩ সালে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পাশে পাঁচ বিঘা জমির উপর নির্মিত হয় জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল। যেখানে বসার ব্যবস্থা, ক্যান্টিন, টয়লেট, নামাজের স্থানসহ রয়েছে সব ধরনের সুবিধা। তারপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে ১৫ বছর ধরে টার্মিনালটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। দু-একটি নষ্ট যান টার্মিনালের ভেতরে ফেলে রাখা ছাড়া আর কোনো কাজেই আসছে না। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। মালিক সমিতির নির্দেশে রাস্তার উপর কাউন্টার বসিয়ে বিক্রি করছে টিকিট। তাছাড়া জেলায় ট্রাকটার্মিনাল না থাকায় যত্রতত্র সড়কে রাখা হচ্ছে ট্রাক। এ সব করণে সৃষ্টি হচ্ছে যানজট। সোহেল, রতন, পারভেজসহ কয়েকজন জানান, তারা নিয়মিত ঠাকুরগাঁও থেকে রংপুর, দিনাজপুর, সৈয়দপুরসহ বিভিন্ন জেলায় যাতায়াত করেন। টিকিট কেটে বাসের জন্য জন্য দীর্ঘ সময় বসে থাকতে হলেও জরুরি কাজ সারার কোনো ব্যবস্থা নেই। কারণ গাড়ি ছাড়ে রাস্তা থেকে। টার্মিনাল থেকে বাস ছাড়লে যাত্রীদের অনেক সুবিধা হতো। তারা আফসোস করে বলেন, ‘এতো টাকা দিয়ে তৈরি টার্মিনালটি এখন মাদকসেবীদের আড্ডাঘর হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা আশা করছি, কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। না হলে টার্মিনালটি ভেঙে বিকল্প কাজে ব্যবহার করা হোক। জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জানান, জেলার চার উপজেলা থেকেই টার্মিনালটি উল্টো দিকে হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করেও কাজে লাগাতে পারছি না। জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, ‘ইতোমধ্যে টার্মিনালটি ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছু বাস কাউন্টারের সামনে থেকে ছাড়ছে।’ পৌরমেয়র মির্জা ফয়সাল আমিন জানান, কয়েক দফা শ্রমিক ইউনিয়ন ও মালিকসমিতির নেতাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে। শিগগিরই টার্মিনালটি কার্যকর হবে বলে আশা করছি।

সর্বশেষ খবর